।।। ইসলামের দৃষ্টিতে সমকামিতা ও তার পরিনতি ।।।
।।। অাগে পড়ুন এবং পরে অপর ভাইকে জানাতে সহায়তা করুন ।।।
সমকামীতাঃ
একটি নিকৃষ্ট পাপ, যার পরিণত ধ্বংস !
এ জঘন্য কর্মটি যে গুরুতর অপরাধ তার নিদর্শন মহাগ্রণ্থ আল-কুর'আন ই স্পষ্ট
রয়েছে । যা গঠেছিল লূত (আ.) এর সম্প্রদায়ের মধ্যে । আর ঐ সম্প্রদায়ের চুড়ান্ত পরিণতি হয়েছিল ধ্বংস । এবং আল্লাহ নিজেই তাদেরকে সীমালঙ্ঘনকারী বলে
ঘোষণা দিয়েছেন! মহান আল্লাহ বলেন, "আমি লূত (আ.) কে প্রেরণ
করেছি । যখন তিনি তাঁর সম্প্রদায়কে বললেন,
তোমরা চরম অশ্লীলতা ও নির্লজ্জতার
কাজ করছো যা তোমাদের পূর্বে সারা বিশ্বে কেউ
কখনো করেনি। তোমরা কামপ্রবৃত্তি পূরণ করার জন্য মেয়েদের
কাছে না গিয়ে পুরুষদের কাছে যাচ্ছ । প্রকৃতপক্ষে তোমরা সীমালঙ্ঘনকারী জাতি ।"
-(সূরা আ'রাফ: ৮০-৮১)
মহান আল্লাহ আরো বলেন, "অবশেষে আমার আদেশ চলে আসল, তখন
আমি উক্ত জনপদের উপরকে ধ্বংস করে দিলাম এবং তাদের উপর স্তরে স্তরে পাথর বর্ষণ করলাম ।" - (সূরা হুদ: ৮২)
অর্থাৎ ঐ সম্প্রদায় চুড়ান্ত গজবে পতিত হয়েছে । আর ঐ সময়টা ছিলো সূর্যোদয়ের সময় । যখন জিবরীল (আ.) ঐ জনপদটিকে উপরে নিয়ে উল্টিয়ে জমিনে চাপা দিয়ে দেন এবং উপর থেকে শক্ত পাথর নিক্ষেপ করেন । (তাফসীর ইবনে কাসীর)
তাইতো, জাবির (রা.) থেকে বর্ণিত,
রাসূল (সা.) বলেছেন, "আমার উম্মত সম্পর্কে যে সব
বিষয়ে সবচেয়ে বেশি ভয় করি তা হচ্ছে পুরুষে পুরুষে যৌন মিলনে লিপ্ত হওয়া ।" -(ইবনু মাজাহ, মিশকাত / ৩৪২১)
সুতরাং এই নিকৃষ্ট কাজটি যে কোনো একটি সম্প্রদায়ের জন্য অভিশাপস্বরূপ তা আর
বলার অপেক্ষা রাখে না! বরং এই নোংরামীর শেষ পরিণতি যে ধ্বংস
তা প্রমাণে ক'ওমে লূত (আ.) এক বিরাট ও স্পষ্ট নিদর্শন ।
যেহেতু সমস্যার পেছনে শয়তানের ইন্দন ও বাসনা রয়েছে, সেহেতু এর সমাধানও
ইসলাম দিয়েছে । এবং তা খুবই স্পষ্ট ও যথার্থ।
তাহলে দেখি এর সমাধান হিসেবে ইসলাম কি নির্ধারণ করেছে-
ইকরামাহ (রা.) ইবনু আব্বাস থেকে বর্ণনা করেন, ইবনু আব্বাস (রা.)
বলেন, রাসূল (সা.) বলেছেন, "তোমরা যাদেরকে লূতের
সম্প্রদায়ের অনুরূপ আচরণ করতে দেখ, সে পাপাচারী এবং যার উপর ঐ
কুকর্ম করা হয়েছে উভয়কে হত্যা কর" । -(ইবনু মাজাহ, সনদ হাসান, মিশকাত হা/
৩৫৭৫)
এই হাদীসের উপর ভিত্তি করে ঈমাম শাফেই (রহ.) এবং আলেমদের একটি জামাত বলেছেন 'লাওয়াতাতকারীকে' হত্যা করতে হবে, সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক ।
ঈমাম আবু হানিফা (রহ.) বলেন যে,
তাকে উপর থেকে নিচে নিক্ষেপ করতে হবে এবং এক এক করে পাথর বর্ষণ
করতে হবে যেভাবে লূত (আ.) এর ক'ওমের প্রতি করেছিলেন । -(তাফসীর
ইবনে কাসীর)
সুতরাং 'সমকামীদের' মতো নোংরা ও বর্বর মানুষদের মুসলিম সমাজে বেঁচে থাকার
কোনো সুযোগ নেই ! যদিও দেশের ৯০ ভাগ মানুষ নিজেদের মুসলিম দাবি করে আসছে, আধো তাদের কতটুকু ধর্মীয় অনুভূতি আছে তা প্রশ্নের দাবি রাখে (!) আর না হয় কি করে এই দেশের এক জাতীয় দৈনিক পত্রিকা 'রূপবান' নামক সমকামী ম্যাগাজিন নিয়ে আসতে সাহস করে (?) যেখানে শাস্তি হচ্ছে মৃত্যু (!) সেখানে প্রকাশ্য উৎসাহ কি করে সম্ভব (??) । এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে অবশ্যই আপনাকে ইসলামের শত্রু পক্ষকে চিনতে হবে! এবং তাদে উদ্দেশ্য ও চাওয়া কি সে সম্পর্কে সচেতন হতে হবে!
হে আল্লাহ
আমাদেরকে 'ইসলামিক জ্ঞান' দান করুন এবং ধর্মীয় অনুশাসনের প্রতি শ্রদ্ধাবোধ
সৃষ্টি করার মানসিকতা তৈরী করুন ।
আমাদেরকে প্রকৃত বন্ধু এবং শত্রু চেনার সামর্থ্য দান করুন ।
আমাদেরকে সঠিকপথগামী করুন।
আমীন ।
No comments:
Post a Comment